ক'দিন পরে ঈদ Ka'din parē eid
বলছে হুমায়রা মায়ের কাছে
ক'দিন পরে ঈদ ?
হিসেব শুনে হুমায়রার চোখে
ফুরিয়ে গেছে নীদ... !
ঘুমোয়না সে হিসেব কষে
আর ক'টাদিন বাকি ?
আকাশ পানে তাকিয়ে দেখে
চাঁদ উঠেছে নাকি... ?
সদায় খুঁজে মায়ের কাছে
আসছে নাকি দাদা !
এবার ঈদে দাদার কাছে
নেবে নতুন জামা ।
কি আনন্দ এবার ঈদে
নতুন জামা পাবে,
সেমাই খেয়ে বাবার সাথে
ঈদের মাঠে যাবে ।
আসছে ঈদে নামাজ শেষে
আর কি করা যায় ?
ব্যস্ত সদায় হুমায়রার হৃদয়
সেই সে ভাবনায়...!!!
বলছে হুমায়রা মায়ের কাছে
ক'দিন পরে ঈদ ?
হিসেব শুনে হুমায়রার চোখে
ফুরিয়ে গেছে নীদ... !
ঘুমোয়না সে হিসেব কষে
আর ক'টাদিন বাকি ?
আকাশ পানে তাকিয়ে দেখে
চাঁদ উঠেছে নাকি... ?
সদায় খুঁজে মায়ের কাছে
আসছে নাকি দাদা !
এবার ঈদে দাদার কাছে
নেবে নতুন জামা ।
কি আনন্দ এবার ঈদে
নতুন জামা পাবে,
সেমাই খেয়ে বাবার সাথে
ঈদের মাঠে যাবে ।
আসছে ঈদে নামাজ শেষে
আর কি করা যায় ?
ব্যস্ত সদায় হুমায়রার হৃদয়
সেই সে ভাবনায়...!!!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.