সালভাদর দালি Sālbhādar dāli
সালভাদর দালি Sālbhādar dāli
'একবার মাছের কাঁটা খেতে গিয়ে আমার শ্বাসরোধ হওয়ার জোগাড়, তা দেখে আমার বাবা ভীতসন্ত্রস্ত হয়ে দুই হাতে মাথা ঢেকে ঘর ছেড়ে বেরিয়ে যান। শুধু বাবার ওই প্রতিক্রিয়া দেখার জন্য এর পরে আরো কয়েকবার আমি শ্বাসরোধ হওয়ার অভিনয় করেছি। বলাই বাহুল্য, আমার নিজের প্রতি অতিরিক্ত মনোযোগ পাওয়ার জন্যই এই কাজ করা। '
যৌবনে যখন দালি আমেরিকায় তখন নিউ ইয়র্কের রাস্তায় হাঁটার সময় হাতে ঘণ্টা রাখতেন। যখন মনে হতো পথচারীরা তাঁর প্রতি দৃষ্টি দিচ্ছে না, একটানা ঘণ্টা বাজাতে শুরু করতেন!
‘দ্য পারসিসটেন্স অব মেমোরি, দ্য বাস্কেট অব বেড, দ্য ফেস অব ওয়ার, টুনা ফিশিং, মেটামরফোসিস অব নার্সিসাস, দ্য বার্নিং জিরাফ, ভিলাবার্টিন, মর্ফোলজিক্যাল ইকো, স্টিল লাইফ মুভিং ফাস্ট, আন চিন এন্ডালুর মতো অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম দালিকে আজও বিশ্বের মানুষের কাছে অমর করে রেখেছে।
অধিবাস্তব শিল্পকৌশল এবং অনবদ্য কল্পনাশক্তি দিয়ে প্রকৃতির সবকিছুর মাঝে মানবসত্ত্বাকে ফুটিয়ে তোলার জন্য তাঁর শিল্পকর্মগুলো অন্য সবার থেকে ভিন্ন। অদ্ভুত ঢঙ্গের এই কাজগুলোই তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে।
বিশ্বখ্যাত সুররিয়ালিস্ট চিত্রশিল্পী সালভাদর দালির আজ জন্মবার্ষিকী। ১৯০৪ সালের ১১ মে তিনি স্পেনে জন্মগ্রহণ করেন। স্পেনের উত্তর কাতালোনিয়ার ফিগুয়েরে তার জন্ম। দালির পুরো নাম Salvador Domingo Felipe Jacinto Dalíi Domènech. বিংশ শতাব্দিতে পাশ্চাত্য চিত্রকলা শুধু মাত্র ছবি আঁকায় সীমাবন্ধ ছিল না। তা জন্ম দিয়েছিল নানা শিল্প আন্দোলনেরও। এসব আন্দোলন ছবির সঙ্গে সঙ্গে কবিতা, নাটক, সিনেমা ইত্যাদি নানা শিল্প মাধ্যমকে প্রভাবিত করে। বিংশ শতাব্দীতে এমন সব প্রভাব বিস্তারকারী শিল্প আন্দোলনের যারা উদ্যোক্তা তাদের একজন হলেন সালভাদর দালি।
💜 শুভ হোক জন্মক্ষণ দালি 💜
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.