Golpo Kotha Live

May 11, 2021

সন্তান হলো মা বাবার স্বপ্ন Santān halō mā bābār sbapna

সন্তান হলো মা বাবার স্বপ্ন Santān halō mā bābār sbapna
সন্তান হলো মা বাবার স্বপ্ন Santān halō mā bābār sbapna

সন্তান হলো মা বাবার স্বপ্ন Santān halō mā bābār sbapna

মা চিরন্তন মধুর একটি শব্দ,,,।
যার কোনো বিকল্প পৃথিবীতে নেই,,,।
সব সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক শুধু মা-সন্তনের সম্পর্ক,,,।
এর গভীরতা পরিমাপ করা সবার সাধ্যের বাইরে,,,। 

সন্তান হলো মা বাবার কাছে
লালিত স্বপ্ন,,,।
অনেক সন্তানই সেই লালিত
স্বপ্নকে কষ্টে পরিণত করে,,,।

মা – তোমার অন্ধকার প্রকোষ্টে জন্মেছি আমি
মা – দশ মাস দশ দিন রেখেছো আমায় তুমি
মা – করেছো স্নেহ আদর যত্নে লালন পালন
মা – দুষ্টুমির কারনে করেছো কত্তো শাসন
মা –  তুমি খেলেই খেয়েছি আমি সেই অন্ধকারে
মা – সব খেয়ে আমি কষ্ট দিয়েছি তোমায় বারেবারে
মা –  খেলেছি তোমার সাথে ছুটেছি এখানে সেখানে
মা – ব্যাথা পেলেও হেসে ভালোবেসেছো মনে প্রাণে
মা –  তোমার নরম তুলতুলে আঙ্গিনায় উঠেছি বেড়ে
মা – সাঁতার কেটেছি তারই জলে দিন রাত ভরে
মা এর ভালোবাসা পেইজ এর সাথেই থাকুন
মা –  তুমি বলো ‘ সীমিত আঙ্গিনায় আর থাকা যায়না ‘
মা – তুমি বলো ‘ আয় বাবা তোকে দেখি আলোতে আয়না ‘
মা – তোমার কথা কি করে করি অমান্য, তেড়ে আসি
মা – তোমার প্রসব বেদনা আমার কান্না শব্দ আসে ভাসি
মা – আমি এসেছি মা , দেখছি তোমায় আলোয় নয়ন খুলে
মা – কি সুন্দর তুমি, মায়ায় জড়ানো, কি করে আমি ভুলি
মা – তোমার বুকের স্পর্শে আমার কান্না থামে
মা – তোমার মায়া মমতায় আমার নিদ্রা নামে
মা – তুমি তাকিয়ে দেখো আমায় সেই অপলক দৃষ্টিতে
মা – আর ভাবো সৃষ্টিকর্তার কি ক্ষমতা তাঁর সৃষ্টিতে
মা – চুমুতে চুমুতে একাকার করো আমার নরম গালেতে
মা – আমি বুঝিয়ে দেই আরামের বানী হঠাৎ হঠাৎ হাসিতে ।
মা –তোমার আঙ্গুল ধরে কেঁপে কেঁপে শিখেছি বসতে
মা – শিখেছি দাঁড়াতে হাটি হাটি পা পা করে হাটতে
মা – সেই শিশু থেকে কিশোর বয়সে ছিল কতো বায়না
মা – কতো আবদার করেছো পূরণ তাতো ভুলা যায়না
মা – কিশোর থেকে বৃদ্ধ , তবুও তোমার কাছে শিশু
মা – এভাবে রাখো আঁচলে ঢেকে আর চাইনা কিছু
মা – তুমি চলে যেওনা আমাদের ছেড়ে দুঃখ দিয়ে
মা – চলে গেলেও থাকবে হৃদয়ে চিরদিন অমর হয়ে

মা ’-এই ছোট্ট শব্দটির মধ্যে পৃথিবীর সব সুখ,,, সকল
আনন্দ লুকায়িত,,,। মায়ের শীতল স্পর্শেই যত
শান্তি,স্বর্গের সুধা,,,। মায়ের যাদুস্পর্শে নিমিষেই
সমস্ত কষ্ট,,, যন্ত্রণা উধাও হয়ে যায়,,,। তাঁর মমতা
মাখা আঁচল সন্তানের নিরাপদ আবাসভূমি,,,।
তাই তো ‘মা’ শব্দটিতে এতো আকুলতা,,, ! এতো আবেগ,,, !
এমন নিবিড় হৃদয়ের টান!,,,!!

মা 

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *