তোমার বিশ্বাসের অনুরণন Tōmār biśbāsēr anuraṇan
আহ্ !
কেমন এক শীতল প্রলেপ ঢেলে দিলে,
পরানের গহীনে-
কতটা আদরে বুনে দিলে,
প্রণয় কারুকার্য বোধের অস্তি মজ্জায় ।
নিয়ে গেলে,মোহময়ী অনুভবের চৈতন্যপুরে ।
আরও একগুচ্ছ মায়াবী খোয়াব,যুক্ত করে দিলে ।
যুক্ত করে দিলে,
তোমার বিশ্বাসের অনুরণন ।
নিবিড় মুগ্ধতায়,
চোখে চোখ রেখে বললে,
ভালোবাসি ।
আহ্ !
কেমন এক শীতল প্রলেপ ঢেলে দিলে,
পরানের গহীনে-
কতটা আদরে বুনে দিলে,
প্রণয় কারুকার্য বোধের অস্তি মজ্জায় ।
নিয়ে গেলে,মোহময়ী অনুভবের চৈতন্যপুরে ।
আরও একগুচ্ছ মায়াবী খোয়াব,যুক্ত করে দিলে ।
যুক্ত করে দিলে,
তোমার বিশ্বাসের অনুরণন ।
নিবিড় মুগ্ধতায়,
চোখে চোখ রেখে বললে,
ভালোবাসি ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.