মন খারাপের জানালা দিয়ে,
দিয়ে ছিলি তুই উঁকি-
আজো আমি একলা ক্ষনে,
আকাশ দেখে থাকি ।
তোর মতো নয়তো কেউ,
মনের কথা বোঝে-
তাই তো এই মন অযথাই,
থাকে তোর খোঁজে ।
ভাগ্য আমার বিপরীতে হেসে,
লিখে চিরকুটে রোজ ব্যথা;
তুই আর আমি আমরা না হয়ে,
হলাম কাল্পনিক স্মৃতির পাতা !!
ভাগ্য আমার বিপরীতে Bhāgya āmār biparītē
মন খারাপের জানালা দিয়ে,
দিয়ে ছিলি তুই উঁকি-
আজো আমি একলা ক্ষনে,
আকাশ দেখে থাকি ।
তোর মতো নয়তো কেউ,
মনের কথা বোঝে-
তাই তো এই মন অযথাই,
থাকে তোর খোঁজে ।
ভাগ্য আমার বিপরীতে হেসে,
লিখে চিরকুটে রোজ ব্যথা;
তুই আর আমি আমরা না হয়ে,
হলাম কাল্পনিক স্মৃতির পাতা !!
মন খারাপের জানালা দিয়ে,
দিয়ে ছিলি তুই উঁকি-
আজো আমি একলা ক্ষনে,
আকাশ দেখে থাকি ।
তোর মতো নয়তো কেউ,
মনের কথা বোঝে-
তাই তো এই মন অযথাই,
থাকে তোর খোঁজে ।
ভাগ্য আমার বিপরীতে হেসে,
লিখে চিরকুটে রোজ ব্যথা;
তুই আর আমি আমরা না হয়ে,
হলাম কাল্পনিক স্মৃতির পাতা !!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.