সহজ আগুনেই ছাই হয়ে যাই পুড়ে-
মোমের চেয়েও কোমল আমার বাঁচা,
অনুমতি আর আছে হয়তো কদিন-
মরচে ধরলেও এরপর সে খাঁচা...
দেখবে না কেউ ছুঁয়ে..
একটু ভালোবেসে,
মুখ ফসকে, আহ্ !
শব্দ টা এসে পড়বে না শেষে;
তবে, ধুলোর কণা হয়ে শরীরে করবো যাপন,
বয়স বাড়ার মত'ই হয়তো হবো কারও আপন ।


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.