চল পায়ে পায়ে
একটু হেঁটে যাই,
তোর সাথে হাঁটলে পথে
পথ খুঁজে পাই।
আমায় একটা গল্প
শোনা, তুই আজ;
তোর গল্প শুনবো বলে
ফেলে রেখেছি কাজ।
আমায় একটা ভাত-ঘুমের
দুপুর তুই দে,
বিনিময়ে আমার চোখের
রাত-ঘুমের, ঘুম তুই নে।
আমায় আজকে একটা
কবিতা তুই শোনা,
যে কবিতায় অগণন
ভালোবাসা আছে বোনা।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.