সাঁঝের পিদিম যখন জ্বলে Sājhēr pidim jakhan jalē
মনের মাঝে কালোর বাসা
মনের মাঝেই আলো,
বল্গা-ছাড়া অস্থির এ-মন
লক্ষ্যহীন যেনো এলোমেলো !
যায় না পাওয়া মনের খবর
বাউণ্ডুলে সে ভবঘুরে,
কুসুম কাননে অচেনা পথে
গুঞ্জন তোলে কার অন্তরে;
সাঁঝের পিদিম যখন জ্বলে
ডানা মেলে দেয় জোনাকি,
মন চুরি করে আধো চাঁদ
মেঘের ফাঁকে দিয়ে উঁকি !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.