বিদায়ী বেলায় রচনা করি-
যদি ছেড়ে যাই পৃথ্বী !
যদি ছেড়ে যাই বেদনা বাহুর;
মিথ্যে পরিতৃপ্তি...!!
আকাশ বড় বিষাদে ছাওয়া-
ভীষণ কালোয় ঢাকা...
রঙ গুলো সব হাওয়ায় হাওয়ায়,
দোলন এতো মানা...!!
চপল চপল বৃষ্টি নামে...
বাগানে আলো রয়,
ভালো থাকো তুমি,পৃথিবীর রঙ;
বিশ্বাসে বড় ভয়...!!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.