শহরে একটা সমুদ্র থাক-
থাক একটা ছোট্ট পাহাড়,
সবুজ লতায় উঠুক বেড়ে;
মন মননে গুল্ম বাহার ।
থাক কিছু রোদ খুব আহ্লাদী-
সবুজ বরণ টিয়ার সারি..
টিএসসি হোক কৃষ্ণচূড়ার,
সাক্ষী থাকুক এক মহাকাল ।
শহরেও একটা সমুদ্র থাক-
বুকের ভেতর যেমনি থাকে..
সকাল-বিকেল ইচ্ছে হলে'ই-
নিয়ম করে দেখবো তাকে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.