আমারও খুব ইচ্ছে করে
এসব ছেড়ে—
সমুদ্র-বালুর কাছাকাছি বসে গুনি বিকেল !
হয়তো তুমি জানো না
পুষছে মন সেই কবে থেকেই
পালিয়ে বাঁচার উপায়,
শহর-দালান ছেড়ে
চুপচাপ কোনও গাঁয় !
আমার যে খুব মন কেঁদে যায়
একটু 'আমায়' খুঁজে নিতে;
হয়তো তুমি জানো না
তুমি কেমন 'প্রিয়'
এই দ্বিধার পৃথিবী-তে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.