মন বলে
আচ্ছা,কোন বাড়িটা তোর ?
নাকি,মিছেমিছিই
গোছাস সব ঘর !
সব শেষে ওই-তো সবই
তোর পর ।
আপনার জানিস যে ঘর,
দিগন্তের এক প্রহর পার হলে
সেও তোর জন্য শূন্য চর ।
গয়না সাজিয়ে যার ঘরে দিবি লো,
আলতা পায়ের ছাপের ছায়া;
সেই ঘর-
তোর একান্ত আপনার বলে
নিস নে বিষাদের মিথ্যে মায়া ।
কোন ঘর তোর ?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.