শূন্য আকাশ চোখে তুলে
অপেক্ষায় বিষণ্ণ বিকেল
কান্না চাপা অভিমানে
সুর্যাস্ত তোমায় বিদায় দিলেম—
কিছু ইচ্ছে ঘুমিয়ে পড়ে নিরবে
কিছু স্মৃতি তুলে দিলাম নিলামে
কিছু মায়া নৈঃশব্দ্যে হারাবে..
অনুভবের পাতায় জমা তিমির
বিষাদে ভিজে একাকার,
তবুও অসীম শূন্যতা আঁধারে
একাকী কড়া নেড়ে যায় !
একাকী Lonely
শূন্য আকাশ চোখে তুলে
অপেক্ষায় বিষণ্ণ বিকেল
কান্না চাপা অভিমানে
সুর্যাস্ত তোমায় বিদায় দিলেম—
কিছু ইচ্ছে ঘুমিয়ে পড়ে নিরবে
কিছু স্মৃতি তুলে দিলাম নিলামে
কিছু মায়া নৈঃশব্দ্যে হারাবে..
অনুভবের পাতায় জমা তিমির
বিষাদে ভিজে একাকার,
তবুও অসীম শূন্যতা আঁধারে
একাকী কড়া নেড়ে যায় !
শূন্য আকাশ চোখে তুলে
অপেক্ষায় বিষণ্ণ বিকেল
কান্না চাপা অভিমানে
সুর্যাস্ত তোমায় বিদায় দিলেম—
কিছু ইচ্ছে ঘুমিয়ে পড়ে নিরবে
কিছু স্মৃতি তুলে দিলাম নিলামে
কিছু মায়া নৈঃশব্দ্যে হারাবে..
অনুভবের পাতায় জমা তিমির
বিষাদে ভিজে একাকার,
তবুও অসীম শূন্যতা আঁধারে
একাকী কড়া নেড়ে যায় !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.