হারিয়ে গেল
✍️ পার্থিব সিংহ ( Click )
হারিয়ে গেল
✍️ পার্থিব সিংহ ( Click )
গাছের পাতার ফাঁকে আলো
কাকে দেখে হাসে?
ঝিঁঝি পোকা গান শুনিয়ে
কাকে ভালো বাসে ?
বিকেল বেলায় বলাকারা
কোথায় উড়ে যায় ?
চেয়ে চেয়ে দেখি তারা
দিগন্তে মেলায় ৷
উদাস হয়ে আমার নয়ন
আকাশ পানে চায়,
সাঁঝ তারাটা একা সেথা
আর তো কেউ নাই ৷
দেখতে দেখতে মহাকাশে
হাজার তারা ফোটে,
সপ্ত ঋষি কালপুরুষও
সেথায় এসে জোটে !
সবার পানে চেয়ে চেয়ে
দেখি তাদের খেলা,
ভাবি, কেন হারিয়ে গেল
আমার ছোট্ট বেলা ৷
✍️ পার্থিব সিংহ ( Click )


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.