Maksuda Parvin Mita
Maksuda Parvin Mita
ভালোবাসার নাম অভিযোগ নয়,,, অভীমান,,, ।।।
ভালোবাসার নাম হারিয়ে যাওয়া নয় ৷
সচল থেকে খুনসুটি করা ।।।
ভালোবাসা মানুষকে নিরব হতে শিখায় না,,,
ছটফট করতে শিখায় ।।।
ভালোবাসা ইচ্ছের দাম দেয়,,,
জটিলতা সৃষ্টি করে না ।।।।
বার বার কাউকে খোঁজা মানে ছোট হয়ে যাওয়া নয়,,,
ওটা ভালোবাসার বহিঃপ্রকাশ ।।।
অনেকবার খোঁজার পরেও যদি খুঁজে না পাওয়া যায়,,,
তাহলে বুঝতে হবে তাহার ইচ্ছের নদীতে আর ভালোবাসার চাষ হচ্ছে না ।।
ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই
ভালোবাসার কোন রদবদল হয়না রে,,,,,
ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই
ভালোবাসার কোন রদবদল হয়না রে,,,,,
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.