Golpo Kotha Live

Nov 20, 2020

একটা শিশুর হাসি

 


একটা শিশুর হাসি

পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও দামী হল একটা শিশুর হাসি,,,
এবং এর চেয়ে তৃপ্তির বা পবিত্র মনে হয় আর কিছু নেই...

পৃথিবীটা আসলেই অনেক বেশী সুন্দর । 

সমস্ত ফুলের সুবাস ছড়িয়ে পড়ু–ক সবার অন্তর থেকে অন্তর,,, 

হাসি মানুষের স্বাভাবিক ধর্ম । 
জীবন-স্পন্দন শুরুতেই যেমন নিশ্বাস নিতে শেখে একটা শিশু ঠিক তেমনি হাসতেও শেখে তার পরপরই । 
গবেষণায় দেখা যায় যে জন্মের প্রথম তিন সপ্তাহেই হাসতে শেখে একটা শিশু এবং প্রথম তিনমাসেই শব্দ করে হাসে । 
এমনকি যেখানে হাসির শব্দ পৌঁছায় না, সেখানেও শিশু নিজ থেকেই হাসতে শেখে । 

আরো দেখা গেছে যে, 
ছোটরা অতি সাধারণ কিছু নিয়েই হাসতে পারে। 
এর কারণ বলা হয়েছে যে ছোটরা সরল চিন্তা করে। 
বয়স বাড়ার সাথে সাথে শিশুর জীবনে নানা ধরণের কলুশতা আসতে থাকে, কেড়ে নেই সরলতা। 
মনের সেই সরলতা ফিরিয়ে আনার দায়ীত্বও আমাদের। 
তাহলে হাসতে পারবো মনের সুখে, থাকতে পারবো আনন্দে........।

Wisdom International School Bogra
এর ক্লাস পার্টি-------


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *