জোগান
তুমি দূরত্ব চাইলে_
আমি তোমায় আকাশ দিয়ে দিলাম
তুমি খুব কাছে আসতে চাইলে_
আমি তোমায় আমার নিঃশ্বাসে মেশালাম
তুমি প্রেম চাইলে_
আমি তোমায় উন্মাদনায় ভাসালাম
তুমি ভালোবাসা চাইলে_
আমি তোমায় সন্তান দিলাম
তুমি আমায় চাইলে_
আমি তোমায় আমাকে দিলাম
তুমি আমার কষ্ট দেখতে চাইলে_
আমি তোমায় পাহাড় দেখালাম
তুমি কান্না দেখতে চাইলে_
আমি সমুদ্র দেখালাম
তুমি আমার সুখ দেখতে চাইলে_,
আমি তোমায় দেখালাম।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.