কে_তুমি |
( প্রথমবার প্রেমে পড়েই যে কবিতার সৃষ্টি হয়েছিলো )
কে_তুমি ?
তুমি কি লিওনার্দো-দা ভিঞ্চির মোনালিসা
জীবনানন্দের হৃদয় চকিতে উদ্ভাসিত বনলতা
নাকি ট্রয় নগরীর হেলেন অপরূপা।
আমার খুব জানতে ইচ্ছে করে
কে তুমি ?
তুমি কি সদ্য প্রস্ফুটিত গোলাপের কলি
নাকি গোধূলির অস্তমিত দিবাকর,
তুমি কি সন্ধ্যাকাশের শীতল সমীর
নাকি বৈশাখের তিব্র ঝড়ো হাওয়া।
আমার খুব জানতে ইচ্ছে করে
কে তুমি ?
তুমি কি ক্ষণদৃশ্য ভাসমান মরীচিকা
ষোড়শী তরুণী না হয় অন্যের ঘরণী,
নাকি শ্রাবণের অবিরাম বারিধারা !
তুমি কি দূর্বাঘাসে শিশিরের ছোঁয়া
নাকি হৃদয়ের পটে কল্পনায় যাকে আঁকা।
আমার খুব জানতে ইচ্ছে করে
কে তুমি ?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.