Golpo Kotha Live

Nov 29, 2020

প্রেম

প্রেম
প্রেম
পার্থিব সিংহ

তোকে নিয়ে গাইব আবার ভালোবাসার গান,
তুই যে আমার প্রথম প্রেম নিরব অভিমান ৷

তোকে নিয়ে যাব আমি সাত সমুদ্র পার,
নতুন করে পক্ষীরাজকে আনব খুঁজে আবার ৷

তোকে নিয়ে ঘুরব আমি আকাশ গঙ্গার ধারে,
পুরনো প্রেমের গল্প গুলো শোনাব নতুন করে ৷

স্বপ্নের পর স্বপ্ন সাজিয়ে ভাববি কত কি !
তুই যে আমার "মানসী প্রিয়া ", প্রেমের চাতকী ৷

পূর্ণিমার ঐ জোছনা মেখে গাইব প্রেমের গান,
তুই যে আমার প্রথম প্রেম নিরব অভিমান ৷

স্বপ্ন আর কল্পনা ছাড়া মন যে বড় হতাশ,
স্বপ্ন আর কল্পনা দেয় একটু অবকাশ

স্বপ্নের দৌড়ে হারব না রে, ছুঁঁবোই তোর আকাশ ৷
একটু ভালো বাসিস স্বপ্নে, করিস নে হতাশ৷

আমিও প্রেমিক, আমিও পুরুষ, আমারও আছে মন,
স্বপ্নে ছাড়া বাস্তবে তোর পাইনি রে দর্শন ৷


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *