প্রেম পত্র
তারিখ : _________________
বরাবর,
স্বত্বাধিকারী
লাভ ব্যাংক (হেড অফিস)
বিষয়ঃ তোমার হৃদয়ের মিনি বাসের রক্ষিত আসনটি প্রাপ্তির আবেদন ।
প্রেয়সী,
বিনিীত নিবেদন এই যে, আমি (মিঃ হিমু রানা )বেচারা র্দিঘদিন যাবৎ তোমাকে পছন্দ করিয়া ফলো করিয়া আসিতেছি । এ যাবৎ তোমাকে পছন্দ ও ফলো করিয়া তোমারর সেই কাঙ্খিত হৃদয়ের আসনটি লাভ করিতে পারিয়াছি বলে আমার মনে হয় । কখনো আবার মনে হয় আসনটি লাভ করিতে পারি নাই । এমতাবস্থায় মনে হয়, হৃদয় আমার ফুরুত করিয়া উড়িয়া যাইবার উপক্রম হইয়া পরিয়াছে । যখন যে দিকে তাকাই তোমাকেই দেখিতে পাই আর তা ভেবেই আমার র্হাটবিট ১০০% বাড়িয়া গিয়াছে ।
অতএব, প্রেয়সীর নিকট আমার ব্যাকুল আবেদন এই যে,,, কৃপা করতঃ তোমার হৃদয়টি আমাকে ১০০% প্রদান করিলে তাহা সুপার গ্লু আঠা দিয়া আমার হৃদয়ের সহিত ছিপকাইয়া রাখিতে সচেষ্ট থাকিব ।
নিবেদক
বরাবর,
স্বত্বাধিকারী
লাভ ব্যাংক (হেড অফিস)
বিষয়ঃ তোমার হৃদয়ের মিনি বাসের রক্ষিত আসনটি প্রাপ্তির আবেদন ।
প্রেয়সী,
বিনিীত নিবেদন এই যে, আমি (মিঃ হিমু রানা )বেচারা র্দিঘদিন যাবৎ তোমাকে পছন্দ করিয়া ফলো করিয়া আসিতেছি । এ যাবৎ তোমাকে পছন্দ ও ফলো করিয়া তোমারর সেই কাঙ্খিত হৃদয়ের আসনটি লাভ করিতে পারিয়াছি বলে আমার মনে হয় । কখনো আবার মনে হয় আসনটি লাভ করিতে পারি নাই । এমতাবস্থায় মনে হয়, হৃদয় আমার ফুরুত করিয়া উড়িয়া যাইবার উপক্রম হইয়া পরিয়াছে । যখন যে দিকে তাকাই তোমাকেই দেখিতে পাই আর তা ভেবেই আমার র্হাটবিট ১০০% বাড়িয়া গিয়াছে ।
অতএব, প্রেয়সীর নিকট আমার ব্যাকুল আবেদন এই যে,,, কৃপা করতঃ তোমার হৃদয়টি আমাকে ১০০% প্রদান করিলে তাহা সুপার গ্লু আঠা দিয়া আমার হৃদয়ের সহিত ছিপকাইয়া রাখিতে সচেষ্ট থাকিব ।
নিবেদক
তোমার হৃদয় প্রত্যাশি
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.