তার কান্না
চাষীর ছেলে আর চাষী হতে চায়না ।
কে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রাত ৩টায় জমিতে গিয়ে নালা কাটতে চায় তার ফসলকে বাঁচাতে ?
এর চাইতে তারা শিক্ষিত হোক,
জজ ব্যারিস্টার হোক, ব্যাংকার হোক । এসি রুমে বসে আরামে কাজ করুক অথবা হু হু করা গরমে গার্মেন্টসে চাকুরি করুক ।
তারা বিদেশে যাক,
দেশে রেমিটেন্স পাঠাক - দেশের রিজার্ভ সকল রেকর্ড ছাড়িয়ে যাক । সেটা দিয়ে আমরা আরো ৫টা পদ্মা সেতু বানাই, যমুনা সেতু বানাই আরো ১০টা ।
দেশের সকল রাস্তাঘাট মাখনের মত মসৃণ হোক,
লাক্সারি ফ্লাটে কৃষকের ছেলে ইংলিশ মিডিয়ামে এ লেভেল এ এক্সাম দিক অক্সফোর্ড সিলেবাস এ । ইংরেজিতে ফটাফুট কথা বলুক ।
বেগুন তুলতে গিয়ে হাত কাটার তার কোন দরকার নাই,
উপুর হয়ে জমি নিড়ানি দিয়ে হাতে ফোসকা আর কোমড়ে ব্যাথা করায় লাভ কি ?
ঠা ঠা রোদে ধান কাটা,
মাড়ানো, শুকানোর প্রয়োজন নাই ।
দেশ আরো উন্নত হোক,
সবাই চাকুরি করুক আর উদ্যোক্তা হোক, ফসল ফলানোর কোন দরকার নাই ।
বেগুনের কেজি ৫০ টাকা হলে যে মধ্যবিত্ত হাহাকার করে,
তারা কি জানে এত কষ্টের পরেও, কৃষক সারা বছরে কোরবানি ছাড়া গরুর মাংস চোখে দেখে না ?
কখনো কি দেখেছেন -
৫০/ মণ মূলা বিক্রয় করে যখন কৃষক তার মলিন গামছায় চোখ মুছতে মুছতে পাঙ্গাস মাছ কিনে বাড়ি ফেরে - তার কান্না ?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.