Bagan bari shishupark Kashinathpur
বাগান বাড়ি শিশু পার্ক- কাশিনাথপুর
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় কাশিনাথপুর ইউনিয়নে ঢাকা-পাবনা মহাসরক থেকে প্রয় ১কি.মি ভিতরে "বাগানবাড়ী শিশু পার্ক" অবস্থিত। ২০১৯ সালের পহেলা বৈশাখ পার্কটি চালু হয়। অত্যন্ত নিরিবিলি পরিবেশে পার্কটি গড়ে উঠেছে। ভিতরে এত সুন্দর প্রকৃতিক সুন্দর্য যে মুগ্ধ না হয়ে পারবেন না। এছাড়াও বচ্চাদের বিনেদনেরর জন্য রয়েছে অন্য রকম সব মজাদার আয়োজন।
সময় সুযোগ বুঝে ঘুড়ে আসবেন, অনেক ভালো লাগবে। এ পার্কটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।
আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, যেন পরবর্তী কোন ভিডিও মিছ না হয়। আপনাদের এই সামান্য ভালোবাসা আমাদের কাছে অনেক বড় কিছু। তাই আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। শুভকামনা রইল আপনার জন্য।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.