চাকুরী ছাড়া বিয়ে হবে না ..!!!
শিবনাথ মন্ডল
***************************
শিক্ষিত বেড়ে চলেছে চাকুরীর হার কম,
দিনে দিনে বেকারত্ব বারছে হরদম ।
অল্প বিদ্যায় মেয়েরা এখন হয়েছে ভীষণ দামি,
৯ ক্লাস পাশ করে চায় চাকুরীওয়ালা স্বামী ।
চাকুরীওয়ালা জামাই এখন সবাই নিতে চায়,
এত চাকুরী এই সমাজে কোথায় খুঁজে পাই !!!
চাকুরী ছাড়া ছেলেদের এখন বিয়ে হবে না ,
চাকুরী না পেলে ছেলেরা হবে আয়বুড়ো
দিনে দিনে এই সমাজটা হয়ে যাবে মুড়ো ।
চাকুরীওয়ালা ছেলে খুঁজতে মেয়েরা হবে বুড়ি,
সারাজীবন থাকতে হবে সেজে আইবুড়ি.....!!!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.