Golpo Kotha Live

Jan 15, 2021

Meet a friend

বন্ধুর সাথে দেখা

Meet a friend 

বন্ধুর সাথে দেখা

অনেকদিন হয় দেখিনা তোরে,দেখিনা তোর মুখ-
আমায় ছেড়ে সত্যি বলতো,পাছ কি কোন সুখ?
মনটা আমার নীরব হয়ে থাকে সারাক্ষণ,
তুই না থাকলে কে বা আবার বুঝবে আমার মন!

তোরই আশায় বসে থাকে আনমনা এই মন-
কবে যে তুই আসবি আবার,ভাবি সেই ক্ষণ
তোর জন্য আছে রাখা অনেক অভিমান-
এবার এলে সত্যি কিন্তু ছিঁড়ে দিবো তোর কান !

রাগ করেছিস আবার তুই কে ভাঙাবে মান-
তোর জন্য কাঁদে আবার আমার এই প্রান

বন্ধুরে তুই আয়না ফিরে,সপ্ন আমার তোকে ঘিরে-
স্মৃতি গুলো ইচ্ছে করে,আমার দিকে থাকে ফিরে;
কবে আবার আসবে সেই সোনালি সুদিন-
কোন দিনই ভুলবো না যে বন্ধু তোরই ঋণ

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *