Golpo Kotha Live

Jan 7, 2021

Office politics

Office politics

Office politics
পরনিন্দা, পরচর্চা এবং অফিস পলিটিক্স করা খুবই অন্যায় এবং পাপ কাজ ।
এদেরকে অফিস কিংবা সমাজে কেউই পছন্দ করেন না। মানুষকে অন্যায়ভাবে বিপদে ফেলে নিজে ভালো থাকা যায় না ।

এরা সমাজের ঘৃণিত ব্যাক্তি ।
এরা সমাজে সাময়িকভাবে ভালো থাকলেও এদের শেষ পরিণতি খুবই ভয়াবহ হয় ।

এদের শেষ জীবন খুবই মানসিক অশান্তিতে কাটে ।
এমনকি এদের ভবিষ্যৎ প্রজন্মও প্রকৃত সৎ মানুষ হিসাবে গড়ে ওঠে না।

পরনিন্দা, পরচর্চা, অফিস পলিটিক্স-দয়া করে এগুলো বন্ধ করুন। ভালোবাসাহীন জীবন জীবন নয়, নাম মাত্র বেঁচে থাকা মাত্র। খল নায়কদের শেষ সময় খুবই ভয়ানক হয়। ইতিহাস সবসময় তাই বলে।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *