তুমি যখন প্রশ্ন করো__
আমি কি তোমায়, ভালোবাসি ?
অন্ধকারে লুকিয়ে মুখ ,
নিজের মনেই আমি হাসি !
উত্তরে কি বলবো বলো..
বিশ্বকোষেও হয়তো নাই,
উথাল-পাথাল খুঁজে মরি ;
কোথায় যোগ্য শব্দ পাই !
এতোদিনেও বোঝেনি যে...
আজ বুঝাবো কোন ভরসায় -
না বলা সেই ছোট্ট কথা ;
বলিনি কি কোনো ভাষায় !?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.