কবি আমি তোমার,
ছন্দ না মিললে কেটে ফেলা আঁকিবুঁকি পৃষ্টা হতে চাই
কবি আমি তোমার,
কবিতা ভাবতে গিয়ে দাতে কামড়ে ধরা কলম হতে চাই
কবি আমি তোমার,
কবিতা ভাবতে ভাবতে ঘুমিপরা বালিশ হতে চাই
কবি আমি তোমার,
চেয়ারের হাতলে হাত রেখে কবিতা লেখা হাতল হতে চাই
কবি আমি তোমার,
কবিতার ফাকে চায়ে চুমুক দেয়ার চায়ের কাপ হতে চাই
কবি আমি তোমার,
টিনের চালের বৃষ্টি গড়িয়ে পড়াদেখে কবিতা ভাবা চাল হতে চাই
কবি আমি তোমার,
যে আমের মুকুল দেখে কবিতা মনে আসে সে ডাল হতেচাই
কবি আমি তোমার,
যে পথে হেটে কবিতা ভাবো তোমার পায়ে জড়ানো সে পথের ধুলো হতে চাই
কবি আমি তোমার,
যে জুতু জোড়া পরে সুদুর হেটে কবিতার পংতি খোজ তার ফতা হতে চাই
কবি আমি তোমার,
পাতা ঝড়া গাছ দেখে বসন্ত টের পাও সে গাছের শাখা হতে চাই
কবি আমি তোমার,
যে সুবেহসাদিক দেখে নতুন দিনের প্রশান্তি টের পাও সে ভোরের নির্মল বাতাস হতে চাই
কবি আমি তোমার,
যে জায়নামাজে বসে ভয়ে নিজেকে অর্পন করো প্রভুর কাছে তার কারূ কাজ হতে চাই
কবি আমি তোমার ভাবনা আর কবিতা হতে চাই.....
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.