কবিতা তো অবিকল মানুষের মতো___
চোখ-মুখ-মন আছে,,,
সেও বিবেক শাসিত,,,
তারও আছে বিরহে পুষ্পিত কিছু...
লাল, নীল ক্ষত ।
কবিতা তো কেঁদে ওঠে মানুষের___
যে কোনো অ-সুখে,,,
নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে -
'পথিক' এ পথে নয়....
'ভালোবাসা' এই পথে গেছে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.