Golpo Kotha Live

Mar 5, 2021

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

 Child-adolescent thinking

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

ছড়া হচ্ছে সাহিত্যের আদিমাতা । সাহিত্য জগতের সোপান হচ্ছে ছড়া ।

যারা সাহিত্য চর্চা করছেন তাদের অনেকেরই হাতেখড়ি কিন্তু ছড়া দিয়েই ।
আমার নিজেরও । 

শিশুদের ঘুমপাড়ানি থেকে শুরু করে বর্গিদের তাড়ানো পর্যন্ত ছড়ার বিশেষ ভুমিকা রয়েছে। আমরা ছোটবেলায় ছড়া শুনতে বেশ মজা পেতাম। আমরা এখনও ছড়া শুনতে কম যাইনা কেউ । ছড়া পাঠের মজাই আলাদা ।
আলাদা অনুভূতি আছে ছড়া পাঠে ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

ছড়া যেমন শিশুদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয় ঠিক তেমনি বড়দেরকেও ব্যক্তি জীবনে সচেতন হতে অনুপ্রাণিত করে ।


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ ছড়া ‘ভোর হোল দোর খোল’ তার উৎকৃষ্ট প্রমাণ ।


কবির ভাষায়-
ভোর হোল দোর খোল
খুকুমণি ওঠোরে,
ওই ডাকে জুঁই শাখে
ফুলখুকি ছোটরে ।


এই ছড়ায় কবি যেমন ছোট্টমণিদের ঘুম থেকে জেগে উঠতে বলেছেন ঠিক তেমনি বড়দের জন্যও রয়েছে চেতনার অনুপ্রেরণা। জেগে ওঠার আহবান ।

নিজের পায়ে দাঁড়ানোর উদ্দিপনা । সচেতন হবার শিক্ষা ।
এগিয়ে চলার দিকনির্দেশনা ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

ছড়ায় সমাজ সভ্যতার দিকনির্দেশনা দেয়া হয় । ছড়ায় অনুপ্রাণিত করা হয় অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য । ছড়া মমত্ববোধ জাগাতে ভুমিকা রাখে ।.

ভুমিকা রাখে পারস্পরিক সহযোগিতার আহবানে এগিয়ে আসতে।



পল্লীকবি জসিম উদ্দিনের ভাষায়-
সবার সুখে হাসবো আমি
কাঁদব সবার দুঃখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারির মুখে ।


কী চমৎকার কথা ! কত আবেগ জড়ানো অনুভূতি ! 


অসহায়দের পাশে দাঁড়ানোর কত বেশি আবেগী অনুপ্রেরণা । ছোট্টমণিরা যদি এসব শিক্ষামুলক ছড়া পড়ে তাহলে ওরা ভালো কিছু অর্জন করবে পারবে ।

সাম্যের সমাজ গড়তে এগিয়ে আসতে ওরা অনুপ্রাণিত হবে ।
ওদের অনুপ্রাণিত করবে সামনে এগিয়ে যেতে । ছড়ায় ছড়ায় খেলতে যাবে ছোটরা ।


ফুলবনে, কাশবনে, বাঁশবনে, ছড়ার বনে, ছড়ার সনে, ছড়া কাটবে আর প্রেরণা লুটবে । সামনে এগোনোর সাহস পাবে । বড় হবার উৎসাহ জোগাবে ছড়া ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়-

আমি হব
সকাল বেলার পাখি,
সবার আগে
কুসুমবাগে
উঠবো আমি ডাকি ।


এখানে কবি যেমন খোকাকে সকাল বেলার পাখি হয়ে জেগে উঠতে বলেছেন ঠিক তেমনি গভীরভাবে ভাবলে এটাও বলা যায় যে, আমরা যারা এখনও সচেতন নই কবি তাদেরকে খোকা ভাবছেন । বুঝতে বলেছেন জগতের সবকিছুকে ।

ভাবতে বলেছেন আরো গভীরে । তাই খোকাকে জেগে উঠতে বলেছেন যেমন,
ঠিক তেমনি আমাদের সবাইকে জাগতে বলেছেন আপনার করে । বলেছেন সচেতন হতে। জাগ্রত হতে ।


ছড়ায় রয়েছে জাদুকরি চমক । ছড়া বিবেককে নাড়া দেয় বেশ শক্তকরে ।
ছড়া জাগ্রত করে সমাজকে । জাতিকে । জাতিসত্ত্বাকে ।
তাইতো ছড়া সৈনিকের ভুমিকা পালন করে । নেতৃত্বের আসন দখল করে ছড়া ।


ছড়া এগিয়ে চলার স্বপ্ন দেখায় । নতুনকে জানতে অনুপ্রাণিত করে ।
বিশ্বজয়ের স্বপ্ন জাগায় ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছড়ায় তার প্রমাণ পাই ।
কবি লিখেছেন-
থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘুর্ণিপাকে ।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে
কেমন করে করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে ।
পাতালপুরে নামবো আমি
উঠবো আমি আকাশপুরে
বিশ্বজগত দেখবো আমি
আপন হাতের মুঠোয় পুরে ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

কবির এই ছড়া আজকে অনেকদূরে নিয়ে গেছে আমাদেরকে । কী অসাধারণ চিন্তা কবির । একজন শিশুকে কবি আবিস্কারের নেশায় ডুবিয়ে দিলেন কীভাবে !
সামনে এগিয়ে চলার উৎসাহ কত আবেগী ।


কবির স্বপ্ন আজ বাস্তবে প্রতিফলিত হয়েছে । আজকে আকাশজয়ী আমরা ।
আমরা স্বপ্নজয়ী । আজকে মঙ্গলগ্রহে আমাদের পদচারণা । এটাইতো কবির সফলতা । 

কবির সৃষ্টির পূর্ণতা । তাই বলতে চাই, ছড়া কেবলমাত্র স্বপ্নই দেখায়না বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতেও সহযোগিতা করে ।


অতীতের সাথে বর্তমানের সেতুবন্ধনের দেখা পাই কবিদের ছড়া-কবিতায় ।
ছোটদের নিয়ে কবিদের ভাবনা কত সুদূরের । অনেক গভীরের ।

কাল থেকে কালান্তরে কবিদের এগিয়ে চলা । নিরন্তর সম্মুখপানে । ক্রমাগত সামনে । স্বপ্ন সেতুর লক্ষ্যপানে ।


কবি সুফিয়া কামালের ‘আজিকার শিশু’ ছড়ায় দেখতে পাই তার উৎকৃষ্ট উদাহরণ । কবির ভাষায়-
আমাদের যুগে আমরা যখন
খেলেছি পুতুল খেলা,
তোমরা এ যুগে সেই বয়সে
লেখাপড়া কর মেলা ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

বাস্তবিকই তাই এখন সত্যি । আমরা শিশুকালে যেমন হাসিখুশি ছিলাম এখন কিন্তু তেমনটি নাই । প্রকৃতির সহজাত শিক্ষা এখন সুদূরে । 


আমরা যে বয়সে হেসেখেলে সময় পার করতাম ঠিক সেই সময়ে এখন শিশুদের কাঁধে বইয়ের বস্তা । 

কবির চিন্তা কত গভীরে । কবিরা তাই সুদূরের স্বপ্ন বোনেন ।

ছন্দ ছড়ায় ছড়িয়ে দেন স্বপ্নের বীজ । ছড়া-কবিতায় বোপন করেন আগামীর স্বপ্ন । স্বপ্নের জানালা । স্বপ্ন দুয়ার ।

শিশুরা সহজ সরল । বাঁকা-তেড়া বোঝেনা ওরা । ওরা সরলরেখায় চলতে ভালোবাসে । ওদের মনে কোন কালিমা নেই। ওরা নিস্পাপ ।

ওরা একেকটি ফুটন্ত গোলাপ । ওদের পাঁপড়িগুলো মেলানোর দায়িত্ব আমাদের । কবিদের । তাইতো ওদেরকে আলোকিত ভুবনের স্বপ্ন দেখাতে হবে ।


ওদেরকে আকাশের মত উদার করে গড়ে তুলতে হবে। ওরা কারো শত্রু নয় । 

ওরা সকলের বন্ধু । ওরা স্বপ্ন পাখি। ওরা সুখের নদী । ওরা বিকশিত শুভ্র কাশফুল । ওরা কাশবন । শিশুরা জোনাকজ্বলা বাঁশবন ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

কবির ভাষায়-

আমরা ফুল আমরা কুঁড়ি
আমরা সবুজ বাঁশবন,
স্বপ্ন পাখি জুড়াই আঁখি
সুখের নদী কাশবন ।
সবুজ শ্যামল জীবন ঘেরা
বাংলা মায়ের চিত্র,
কোমল উদার ভালবাসার
আম জনতার মিত্র ।
আকাশ পাহাড় ঝরনা ধারা
শাপলা ফোটা বিল,
একটানা সুখ সরল মনের
স্বপ্ন সুখের নীল ।
(আমরা ফুল আমরা কুঁড়ি)


এসব সবুজচারী শিশুদের অনেক চাওয়া আছে । আছে ওদের প্রাণের আকুতি ।
ওদের চাওয়া যেমন নিজেদের জন্য ঠিক তেমনি জাতির জন্যও বটে ।
কারণ আজকের শিশুই আগামীর কাণ্ডারী । আগামীর স্বপ্ন নায়ক ।

দেশের মুল জনশক্তি । দেশ সেনা । সেনাপ্রধান । দেশ প্রধান । প্রধানমন্ত্রী । রাষ্ট্রপতি । জাতির অভিভাবক । তাই নিজেদেরকে গড়তে ওদের চাওয়া-পাওয়ার অনেক কিছুই থাকবে এটাই স্বাভাবিক । এটাই ধ্র“বতারার মত সত্য এবং সঠিক ।

বরং এটিই হওয়া দরকার । সময়ের দাবি । সময়ের সহজাত চাহিদা ।

শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking

কবির ভাষায়-

আমরা নবীন শিশু কিশোর
আমরা অবুঝ খোকা,
সরল পথের পথিক আমরা
চাইনা কোন ধোঁকা ।
আমরা সবুজ পথহারা ভাই
পথের দিশা চাইগো,
আমরা যেনো সত্যিকারের
মানুষ হতে পাইগো ।
আজকে যারা অনেক বড়ো
সকল কাজের কাজী,
তাদের কাছেই দাবি মোদের
রেখে গেলাম আজি ।
(আমরা ফুল আমরা কুঁড়ি)


সত্যিই ছোটদের দাবি অনেক । অনেক পাওয়ার আশা ওদের ।
যৌক্তিক ওদের সকল দাবি মেনে নিতে হবে আমাদেরকে। 

আমাদের দেশের কর্ণধারদেরকে। কবিদেরকে। লেখকদেরকে । সাহিত্যিকদেরকে । ওদেরকে গড়ে ওঠার সুযোগ দিতে হবে আমাদেরকেই ।

ওদের চাওয়ার মতো করেই সাহিত্য লিখতে হবে কবিদেরকে ।

সাহিত্যের জগৎ গড়তে হবে ওদেরকে সামনে রেখেই ।
ওদের স্বপ্নকে তুলে ধরতে হবে আপনার করে ।
একান্ত নিজের করে। ভালোবাসার পরশ বুলিয়ে ।


আজকে তাই, ছড়া কেটে আমিও বলতে চাই-
ছড়া পাতায় আঁকতে হবে ওদের চাওয়া ছবি ।
আজকে থেকে সেটি হোক সব কবিদের হবি ।


শিশু-কিশোর ভাবনা Child-adolescent thinking


 


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *