অপুর জন্য লিজার অমর ভালোবাসা Lizar's immortal love for Apu
=========================================================================
পৃথিবীকে সুন্দর করেছে প্রেম। প্রেমই মানুষকে মানবিক করে তোলে । এমনই এক বিরল প্রেমের মূল চরিত্র লিজা। না, কোনো নাটক বা সিনেমার গল্পের মতো নয়, ইউক্রেনের এই মেয়েটি বাংলাদেশের মৃত্যু পথযাত্রী ছেলে, অপুকে ভালোবেসে ফেলে। কথায় বলে প্রেমের নেই দেশ বিচার, নেই জাত প্রকার। ভালই চলছিল দু’জনার জীবন। কিন্তু হঠাৎ ব্রেইন টিউমারে আক্রান্ত হয় অপু। এরপর শুরু ভালোবাসার এক অন্য গল্প। গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।
অপুর নিশ্চিত মৃত্যুর কথা জেনেও লিজা অপুকে বিয়ে করে। অপু বেঁচে থাকা পর্যন্ত ২৪টা ঘণ্টাই লিজা সময় দিয়ে গেছে তার প্রিয় স্বামীকে। এমন পবিত্র প্রেমের ঘটনা না দেখলে বিশ্বাস করবেন না।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.