ভালোবাসা, জিনিস না জীব Love, things or creatures
ভালোবাসা, ভালোবাসা-
জিনিস না জীব, তোমরা কি কেউ জানো ?
খায় নাকি তা গায়ে মাখে, দেখতে কেমন যেনো ?
ভালোবাসা, ভালোবাসা-
দেয় কি ধরা, যায় কি ছোঁয়া তাকে...!?
চুপটি করে আসে, নাকি উচ্চ স্বরে ডাকে ?
ভালোবাসা, ভালোবাসা-
জিনিস একটা বটে !
কেউ জানেনা আজও, সেটা কেমন করে ঘটে !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.