বিলাসবহুল জীবন এই জীবনের মূল্য কী
এই জীবনের মূল্য কী ?
অন্যের রক্ষিতা হয়ে বিলাসবহুল জীবনের চেয়ে, নিজের যা আছে তা নিয়ে সাধারণ জীবনযাপন করাও অনেক শ্রেয়।
অকাল মৃত্যুতে ঝড়ে গেল কলেজ পড়ুয়া তরুণীর প্রাণ, যে দুনিয়ার মোহে কোন কিছু বুঝে উঠার আগেই ওপারে চলে গেল। বিবাহ বহির্ভূত সর্ম্পক মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে।
স্ত্রী ও ২ সন্তান রেখে, কলেজ পড়ুয়া মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কী কোন পক্ষের সুখ এসেছে? আসেনি, বরং ধ্বংস ডেকে এনেছে, হয়তো এই মামলায় তার কিছুই হবে না কিন্তু পরিবারের মধ্যে আগুন ঠিকই লেগে গেছে এবং নিজের বিবেক তাকে সর্বদা দংশন করতে থাকবে।
অর্থ, বিলাসবহুল জীবন দিয়েই সুখ মিলে না, সুখের প্রধান শর্ত হালাল রিজিক ও হালাল সর্ম্পক।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.