জীবন Life
জীবন
পার্থিব সিংহ
সুখ দুঃখে জীবন মোদের গড়া,
কষ্ট আঘাত আছে আগাগোড়া,
মনটা মোদের ভীষণ অভিমাণী,
একটুকু তেই ভাঙতে চায় জানি ৷
হাতের মধ্যে না আসলে চাঁদ,
অভিমানে ভাঙে মনের বাঁধ ৷
বাস্তবে চাঁদ দেয় কি কাউকে ধরা ?
সত্যি কি যায় সুখের স্বর্গ গড়া ?
অকাল বর্ষণ প্রকৃতির নিয়ম,
কষ্ট আঘাত পেয়েছো অনেক কম ৷
ঠোঁটে থাকুক রঙিন মিষ্টি হাসি,
মনের মানুষ বলুক তোমায় আসি,
"প্রিয়তমা আমি তোমায় ভালোবাসি ৷ "
প্রকৃত প্রেমিক মন টা ছুঁতে চায়,
তবুও সে কি মনের নাগাল পায় ?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.