Golpo Kotha Live

Apr 6, 2021

There was love প্রেম ছিলো


There was love প্রেম ছিলো



There was love প্রেম ছিলো

ঘাসের পাতা-
অল্প অল্প দুলছিলো,
নদীর ধারে-
দখিনা বাতাস বইছিলো,

মাঝ নদীতে-
সারি গান কেউ গাইছিলো,
জানলার পাশে-
হাসনাহেনা ফুল ছিলো,

মনের মধ্যে-
প্রেমাতাল সুর ছিলো,
গাছে গাছে-
কোকিল পাখির কলতান ছিলো,

তারাও বুঝি-
তোর কথাই বলছিলো,
শুধু তোর জন্যই;


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *