Touch ছোঁয়া
ভালোবাসা তোমায় যায় কি ছোঁয়া !
আছে কি কোনো স্পর্শ তোমার ?
না কি শুধু অনুভূতিতেই তোমার বসবাস !
মায়ায় পড়ে নিজেকে ভুলে,
পথহারা পথিকের ভীড়ে নিজেকে খোঁজা !
স্পর্শ গুলো তুচ্ছ সেথায়,
ভালোবাসা টা যেথায় দায়বদ্ধ ।
আবেগের ঘোরে পথ চলে যারা,
তাদের পথের নেই কোনো সীমানা ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.