উপহার চাই সবার নিকট Upahār cā'i sabār nikaṭ
উপহার চাই সবার নিকট Upahār cā'i sabār nikaṭ
পোস্ট পড়ে যদি একজন ব্যাক্তিও কাজগুলো করে তবেই স্বার্থকতা...
এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মওশুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে।
যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। ভারত সহ পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।
তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুর গুলো কে পরিস্কার রাখি, বনদপ্তর - গভর্মেন্টের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালবাসি।
শেয়ার করে পোষ্ট সকলের কাছে পৌঁছিয়ে দিন ।
Golpo Kotha Live
May 12, 2021
উপহার চাই সবার নিকট Upahār cā'i sabār nikaṭ
Golpo Kotha 𝓦𝓸𝓶𝓮𝓷'𝓼 𝓑𝓪𝓷𝓰𝓵𝓪𝓭𝓮𝓼𝓱 গল্প কথা
আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.Today's children are the future of tomorrow.
Biography
Labels:
Biography
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.