বুকে আমার কথা যত
ক্লান্ত হলেও শুনে নিও;
জমানো এসব গভীর ক্ষত
চুমে খেয়ে সারিয়ে দিও—
শুনলে জানি উঠবে রেগে
থামিয়ে দিতে চাইবেই মুখ,
থামাতে গেলে ওঠে আরও জেগে
কাঙালের যে ঐ একটাই অসুখ !
কী করে ছিলে আমায় ভুলে ?
মনে পড়েনি এক বারও তাই ?
পাপ হবে কি একটু ছুঁলে ?
শেষ একবার ছুঁয়ে দিয়ে যাই ?
ছুঁয়ে দিয়ে যাই Chuẏē diẏē jā'i
বুকে আমার কথা যত
ক্লান্ত হলেও শুনে নিও;
জমানো এসব গভীর ক্ষত
চুমে খেয়ে সারিয়ে দিও—
শুনলে জানি উঠবে রেগে
থামিয়ে দিতে চাইবেই মুখ,
থামাতে গেলে ওঠে আরও জেগে
কাঙালের যে ঐ একটাই অসুখ !
কী করে ছিলে আমায় ভুলে ?
মনে পড়েনি এক বারও তাই ?
পাপ হবে কি একটু ছুঁলে ?
শেষ একবার ছুঁয়ে দিয়ে যাই ?
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.