আমায় এনে দাও উষ্ণ এক কাপ চা,
এক মুঠো প্রশান্তি-
আজীবনের ভালো থাকা;
দু-কাপ বৃষ্টি,
মুঠো ভর্তি কিছু জংলী ফুল..
আমায় এনে দিও-
দু-চোখ ভর্তি চাঞ্চল্য !
আমায় দিও অসময়ী বৃষ্টি,
দিও মেঘ ছুঁতে অথবা তোমায়?
দিও অসম্পূর্ণ তোমায়,আমি গড়তে জানি বেশ !
আমায় দিও মায়া অথবা কাজল...!
মায়া অথবা কাজল Māẏā athabā kājal
আমায় এনে দাও উষ্ণ এক কাপ চা,
এক মুঠো প্রশান্তি-
আজীবনের ভালো থাকা;
দু-কাপ বৃষ্টি,
মুঠো ভর্তি কিছু জংলী ফুল..
আমায় এনে দিও-
দু-চোখ ভর্তি চাঞ্চল্য !
আমায় দিও অসময়ী বৃষ্টি,
দিও মেঘ ছুঁতে অথবা তোমায়?
দিও অসম্পূর্ণ তোমায়,আমি গড়তে জানি বেশ !
আমায় দিও মায়া অথবা কাজল...!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.