আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ

Golpo Kotha Live

35,368

Jul 13, 2021

শিশু Children

শিশু Children
শিশু Children
শিশু Children

শিশু সুন্দর, শিশু সত্য, শিশু অনন্ত, শিশুরা সত্যবাদী
শিশু মায়াময়, শিশু স্নিগ্ধ, শিশু মূলত বুড়োদের পুনরাবৃত্তি...।

শিশু সুখ, শিশু মুখ, শিশু মধুগানের স্বরলিপির প্রতিস্বর,
শিশু মানবিক দৃশ্যায়ন, শিশু ভালবাসার....।
শিশু Children
শিশু অনাবাদী-
তাকে আবাদ করতে হয় দক্ষ চাষির মতো,
পরম মমতায়, মাপতে হয় শিশুকে মানবিক ফিতায়।

নিপুন ঘামে শ্রমে নিয়ে আসতে হয় সুদৃঢ় আদলে,
মৌলিক সুর ভরে দিতে হয় শিশুর হৃদয়ের মাদলে।
শিশু Children

যদি ফুল ভালোবাসো যদি সুর ভালোবাসো,
যদি ভালোবাসো শিশুর অনাবিল মুগ্ধ হাসি।

হও সুদক্ষ কৃষক, কামার, কানে কানে মন্ত্র দাও,
শিশু হয়ে উঠুক আগামীর গান অবিনাশী।
শিশু Children


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *