সাকিল রানা ,স্টাফ রিপোর্টার (dailysignature):
সাকিল রানা ,স্টাফ রিপোর্টার (dailysignature):
করোনায় গৃহবন্দী নয়, অন্য কিছু করতে হবে; এমন চিন্তা থেকেই উদ্যোক্তা হবার স্বপ্ন। স্বপ্নের শুরু ২০২০ সালের ৪ এপ্রিলে। ১৬ হাজার টাকা নিয়ে উদ্যোক্তার পথচলা। প্রতিমাসের শতশত কাস্টমারকে পণ্য ডেলিভারি দিচ্ছেন হেলেনা মুন । তবে এখন শুধু শাড়ি থ্রি পিচ আইটেমই নয়, যুক্ত হয়েছে হোমমেড নাড়ু ও ছাতুসহ আরো অনেক কিছু। গল্প বলছিলাম
হেলেনা মুনের উদ্যোক্তা হয়ে উঠার।
হেলেনা মুনের উদ্যোক্তা হয়ে উঠার গল্প
উদ্যোক্তা হেলেনা মুন । নাটোর জেলার নলডাংগা উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের মেয়ে। গ্রামেই শৈশব ও কৈশরকাল কাটিয়েছে। উচ্চশিক্ষার জন্য ২০০৯ সালে রাজশাহী কলেজ থেকে পরিসংখ্যান এ অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন । উদ্যোক্তা হেলেনা মুন। পড়াশোনার পাশাপাশি সেখানেই নিজের স্কিল ডেভোলভ এর জন্য বিভিন্ন ট্রেনিং অংশগ্রহণ করেন । যা তার উদ্যোক্তা জীবনের প্রতিটি ধাপে কাজে লেগেছে।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.