Golpo Kotha Live

Oct 3, 2020

খেলাধুলা করতে দিও

বড়দের কাছে শিশুদের খেলাধুলা ব্যস্ততা ছাড়া আর কিছুই নয় !
তারা চায় শিশুরা খেলার বদলে কাজে লাগার মতো কিছু করুক ৷
তবে, শিশুদের জন্য খেলাধুলার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই ৷

শিশু তার আশেপাশের পরিবেশ থেকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই প্রকৃতির নানা নিয়ম কানুন শেখে৷ একটি বল যেমন পানিতে ভাসে আর পাথর পানিতে ডুবে যায় ঠিক তেমনি নিজে পরীক্ষা করেই তারা এসব শিখতে পারে৷ খেলাধুলা শিশুর চিন্তাভাবনার ক্ষমতাকে সক্রিয় করে তোলে৷ নিজের মতো করে খেলতে দিলেই কেবল শিশুদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে সঠিকভাবে৷ আর তাই শিশুদের খেলার জন্য ঘরে এবং বাইরে সুযোগ দিতে হবে সন্তানের মা-বাবাকেই ।


শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুর বিকাশে চাই আনন্দময় শৈশব। শিশুদের লেখাপড়া ও জীবনমুখী শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও আনন্দ–বিনোদন প্রয়োজন। শিশুদের মানসিক উৎকর্ষের জন্য চাই উপযুক্ত পরিবেশ এবং পিতা, মাতা ও অভিভাবকের সঙ্গ। নিঃসঙ্গ ও নিরানন্দ জীবন শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং তাকে বিপথগামীও করতে পারে।

‘‘খেলাধুলা শিশুদের জন্য শুধু কোনোকিছু শেখা, জানা বা পাওয়া নয়৷ শিশুরা কখনো ফিট থাকার জন্যও মাঠে খেলা করে না, তারা মন থেকে স্বেচ্ছায় খেলে,’’

 ‘‘আমরা বড়রা এই মুহূর্তে কি ঘটছে তা না ভেবে বেশিরভাগ সময় নিজেদের অন্য চিন্তায় মগ্ন রাখি৷ যে কারণে শিশুদের খেলাধুলার বিষয়টি বড়দের পক্ষে বোঝা বেশি কঠিন হয়৷’’



Visit-




No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *