Golpo Kotha Live

Dec 11, 2020

সুখী নয়

সুখী নয়
সুখী নয়...
,,,✍________
যার কাছে যতোবেশি সমাধান আছে,
তিনি নিজের সমস্যারই সমাধান নিজে করতে পারেন না ।
তাইতো মহাবীর আলেকজান্ডার তাঁর মৃত্যূর সময় তাঁর লাশের কফিন ডাক্তারদের বহন করার নির্দেশ দিয়েছিলেন

জীবনের অন্তিমকালে তিনি বলেছিলেন,
ডাক্তারগণ রোগ সারাতে পারলেও কারও মৃত্যূকে রোধ করতে পারেন না ।

এই পৃথিবীতে বাইরে থেকে কাউকে যতোবেশি সুখী মনে হয়,
তাঁর ভিতরে ঢুকতে পারলে বোঝা যায়,
সেই সুখী মানুষটিই আসলে ততোবেশি অসুখী....।

বাইরে থেকে দেখলে নিজের থেকে সুখী মানুষের সংখ্যাই
পৃথিবীতে বেশি মনে হয় ।
প্রকৃতপক্ষে সুখের এই পৃথিবীতে অসুখী মানুষের সংখাই বেশি।

সুখ সুখ বলে চারিদিকে অসংখ্য চিৎকার
যার যতোবেশি আছে,
তার আরও বেশি চাই ।
আসলে পৃথিবীতে কেউ সুখী নয়......।
আজব পৃথিবী........।।।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *