Golpo Kotha Live

Dec 4, 2020

প্রশ্ন

 প্রশ্ন
প্রশ্ন:

 ‘আলোকিত মানুষ চাই’ শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনের জন্য প্রধান অতিথির একটি ভাষণ রচনা কর ।

.

মাননীয় সভাপতি ও বরেণ্য অতিথিবৃন্দ। আজকের এই মহতী ও গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করার জন্য আমি আয়োজকদের জানাই কৃতজ্ঞতা । সেই সাথে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ।

.

বর্তমানে আকাশ সংস্কৃতির আগ্রাসন, মুক্তবুদ্ধিচর্চার অভাব, স্বশিক্ষিত মানুষের অভাবের কারণে জাতি যে দিশেহারা হয়ে পড়েছে, সেই মুহূর্তে দেশকে বাঁচাতে ও উন্নতি করতে এমন একটি উদ্যোগ নেওয়ায় আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি

.

সুধিবৃন্দ,,,

ইংরেজিতে একটি প্রবাদ আছে ‘Education is the backbone of a nation’ অর্থাত্ শিক্ষাই জাতির মেরুদণ্ড । যে জাতি শিক্ষিত নয়,,, সেই জাতি উন্নতির শিখরে আরোহণ করতে বাধাগ্রস্ত হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত্। তারা যদি অনগ্রসর থাকে তাহলে জাতি তার গতি হারিয়ে ফেলবে। তাই জাতিকে উন্নতির চরম শিখরে আরোহণ করতে হলে সেই জাতির প্রত্যেক ব্যক্তিকে শিক্ষার আলোয় আলোকিত এবং স্বশিক্ষিত হতে হবে।

.

প্রিয় শিক্ষা অনুরাগী,,,

আমাদের দেশে ৫ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রচলিত আছে। কিন্তু এ শিক্ষার ব্যাপক সম্প্রসারণ না ঘটায় জনসংখ্যার বৃদ্ধির সাথে তাল মেলানো সম্ভব হয় না। 

এ প্রসঙ্গে শিক্ষাবিদ আবুল ফজল বলেছেন— ‘শিক্ষাপ্রতিষ্ঠান জাতির শিক্ষিত জনশক্তি তৈরির কারখানা আর রাষ্ট্র ও সমাজদেহের সব চাহিদার সরবরাহ কেন্দ্র। দেশের সার্বিক উন্নয়ন,,, গণতন্ত্রকে সুসংহতকরণ,,, দারিদ্র্য বিমোচন এবং ভবিষ্যত্ প্রজন্মের সুখী-সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা বিধান করাই আলোকিত মানুষের প্রধান কাজ । আলোকিত মানুষ দেশপ্রেম,,, ধর্মীয় মূল্যবোধ,,, শৃঙ্খলা,,, শিষ্টাচার,,, শ্রমের মর্যাদা এবং বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করে দেশকে উন্নতির পথ দেখাতে পারে ।

সুধি,,,

আলোকিত মানুষ গড়ার কাজটি খুব সহজ নয় । ঠিক এ মুহূর্তে একবার ভেবে দেখুন আলোকিত মানুষের অভাবে আমরা আজ কত নিচে আছি। 

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথার্থ শিক্ষা নয়। এর সাথে স্বশিক্ষায় জনগণকে শিক্ষিত হতে হবে। আর আজকের এই প্রচেষ্টা শুধু একজনকে করলে অথবা এই অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে গেলে চলবে না,,

এর জন্য সরকার ও জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে । 

সবাইকে এক সাথে উচ্চারণ করতে হবে— """চলো যাই পড়তে যাই"""

         """আলোকিত মানুষ চাই"""

সবার সুস্থ,,, সুন্দর জীবন কামনা করে,,, 

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 

ধন্যবাদ।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *