এখনই আমাদের সতর্ক হবার সময় !
,,,__________________________________________,,,
আজ থেকে আর মাত্র ১০ বছর পর প্রাইভেসি বলে কিছুই থাকবে না।
আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবেনা । কিছুই ফাঁকি দিতে পারবেন না ।
যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে--
: হ্যালো ! এটা কি পিৎজা হাট ?
- না স্যার, এটা গুগল'স পিৎজা ।
: আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি ?
- না স্যার, গুগল দোকানটা কিনে নিয়েছে ।
: ওকে, আমি কি পিজার অর্ডার দিতে পারি ?
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন ?
: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার করেছেন ।
: আমি এবারও ওটাই চাই ।
- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি ।
: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন ?
-সাবস্ক্রাইবার গাইড থেকে । আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে ।
- স্যার, আপনি সাধারণত যে পিজার অর্ডার দেন আজকেও কি ওটাই দিবেন ?
: আমি সাধারণত যে পিজার অর্ডার দেই সেটা আপনি কিভাবে জানেন?
- আপনার ফোন নাম্বার অনুযায়ী , আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ পিজা অর্ডার করেছেন ।
: আমি এবারও ওটাই চাই ।
- কিন্তু স্যার আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি ।
: আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানেন ?
-সাবস্ক্রাইবার গাইড থেকে । আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে ।
: আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দেন । কলেস্টেরল এর জন্য আমি ঔষধ খাই ।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না । ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন ।
- কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না । ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা বক্স কিনেছিলেন ।
: আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলা নিয়েছি ।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না !
: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি ।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি ।
: আমার অন্য আয়ের উৎস আছে ।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই ।
- কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না !
: আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি ।
- আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি উঠাননি ।
: আমার অন্য আয়ের উৎস আছে ।
- আপনার ট্যাক্স ফর্মে সে তথ্য নাই ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.