Golpo Kotha Live

Jun 6, 2021

শিশির ভেজা Śiśir bhējā

শিশির ভেজা Śiśir bhējā
শিশির ভেজা Śiśir bhējā

শিশির ভেজা Śiśir bhējā

হইতাম যদি ফুল !
থাকতাম তোমার হৃদয়ে..
ফুটতাম প্রভাতের ফুল হয়ে-
কোন এক শিশির ভেজা ফাগুনে;

থাকতাম সবার প্রথমে-
তোমার মনের বাগানে!
ছিড়ে যদি নাও তুমি আমায়-
রাখিও তোমার ফুলদানিতে ।

তোমার বাগানে জোনাই জ্বলে,
ফুলের রেনুর উপরেতে;
দিবালি জ্যোৎস্নায় স্নান করিবো !
থাকো গো যদি আমার হয়ে..
শিশির ভেজা Śiśir bhējā
শিশির ভেজা Śiśir bhējā

হইতাম যদি ফুল !
থাকতাম তোমার হৃদয়ে..
ফুটতাম প্রভাতের ফুল হয়ে-
কোন এক শিশির ভেজা ফাগুনে;

থাকতাম সবার প্রথমে-
তোমার মনের বাগানে!
ছিড়ে যদি নাও তুমি আমায়-
রাখিও তোমার ফুলদানিতে ।

তোমার বাগানে জোনাই জ্বলে,
ফুলের রেনুর উপরেতে;
দিবালি জ্যোৎস্নায় স্নান করিবো !
থাকো গো যদি আমার হয়ে..

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *